জেলা প্রতিনিধিঃ জামালপুর জেলার ফেসবুক গ্রুপ/পেজের এডমিনদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৭ অক্টোবর) বিকেলে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ/পেজের এডমিন/মডারেটরদের সাথে মতবিনিময় সভা করেন জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা মানুষ সকল তথ্য খুব সহজেই জানতে পারে এবং বেশিসংখ্যক মানুষের কাছে যেকোনো তথ্য খুব সহজেই পৌঁছে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এর যেমন খারাপ দিক আছে তেমন এর ভালো দিকও অনেক। তাই আপনারা যারা বিভিন্ন পেজ/গ্রুপ পরিচালনা করেন তাদের প্রতি আহব্বান আপনারা সঠিক তথ্য জনগণকে এবং অপ’রা’ধমূলক তথ্য পুলিশে দিয়ে সহযোগিতা করুন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর মো. মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার বিভিন্ন পেজ/গ্রুপের এডমিন/মডারেটরগণ উপস্থিত ছিলেন।
জামালপুর ফেসবুক ডিস্ট্রিক্ট টিমের আমন্ত্রণ জানানোর জন্য পরিবার এর পক্ষ থেকে পুলিশ সুপারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।