ঢাকাবৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

গোমস্তাপুরে নিখোঁজের ৪ দিন পর নদীতে মিললো তন্ময় এর লাশ


অক্টোবর ১৭, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হামিদুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের ৪ দিন পর  নদী থেকে তন্ময় (১৭)নামে এক হিন্দু যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার( ১৭ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর  উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর ঘাট এলাকায় মহানন্দা  নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।  সে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লার জয় কুমারের ছেলে।গত ১৩ অক্টোবর থেকে সে নিখোঁজ ছিল। তার স্বজনরা জানায়, দূর্গাপূজার শেষদিন রোববার রাতে  সে রহনপুর পৌর এলাকার বুড়িতলা ঘাটে পূনর্ভবা নদীতে প্রতিমা বিসর্জ্জন দিতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তার কোন খোঁজ না পেয়ে পরের দিন সোমবার গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে।বুধবার বিকেলে  চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ মহানন্দা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।বৃহস্পতিবার ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি এস এম জাকারিয়া। তিনি আরও জানান,এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।