হামিদুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাধীন রহনপুর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার জেসিও- ১০৩৮৪ নায়েব সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে নিজস্ব এসআইপি সদস্য ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে দশটা সময় রহনপুর কোম্পানী সদর হতে আনুমানিক ০৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে জামাল মোড় ব্রিজের উপর (জিআর ৩৫৯৫০৩ এম এস ৭৮ ডি/৫)* হতে ৯৫০ গ্রাম গাঁজা, ইঞ্জিন নাম্বার G4011690 (রেজিস্ট্রেশন নাম্বার বিহীন) সিএনজি আটক করা হয়।সিএনজি মালিকে পাওয়া যায়নি। আটক করা মালামাল গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।