ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪

মানিকগঞ্জে শহীদ জিয়া পরিষদের আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত


অক্টোবর ৭, ২০২৪ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ জেলা শাখার নবগঠিত (শহীদ জিয়া পরিষদ) আহবায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।এর আগে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইমরান হোসেন ইমন কে আহ্বায়ক ও দেওয়ান সাব্বিরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি এম.ডি.শহিদুল ইসলাম (রানা), সাধারণ সম্পাদক শাওন মুহাম্মদ জিসান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি এম.ডি.শহিদুল ইসলাম (রানা), সাধারণ সম্পাদক শাওন মুহাম্মদ জিসান ও দপ্তর সম্পাদক হৃদয় ইসলাম কে শুভেচ্ছা জানিয়ে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকা থেকে বের হয়ে আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন শহীদ জিয়া পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রিদয় ইসলাম, নবগঠিত কমিটির আহবায়ক ইমরান হোসেন ইমন, সদস্য সচিব দোওয়ান সাব্বির, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল খান, যুগ্ম আহবায়ক মো. তৌহিদুল ইসলাম উজ্জল, রিফাত নুর পিয়াল, পারভেজ পায়েল, আল আমিন শান্ত, আরজু খান, মেহিদী হাসান সিকদার, শিরতন রাজবংশী, মো. সাকিল হোসেন সহ অন্যান্যরা। এরপর গিলন্ড মুন্নু সিটিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবগঠিত কমিটির নেতাকর্মীরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।