মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি: পঞ্চগড় নীলফামারী জেলায় ৫৬ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে বিদ্যমান পূজা মন্ডপ সমূহের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বিজিবি সদস্যরা। বুধবার ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সনাতন হিন্দু ধর্মালম্বী মানুষ যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা -২০২৪ উদযাপন করতে পারে তা নিশ্চিত করতে ৫ অক্টোবর থেকে দিনরাত ২৪ঘন্টা তৎপর রয়েছে ৫৬ বিজিবি। বিজিবি সদস্যদের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন জেলার সাধারণ মানুষ। ঠাকুরগাঁও সেক্টর অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি'র দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিঃমিঃ মধ্যবর্তী স্থানে নীলফামারী জেলার ১২টি এবং পঞ্চগড় জেলার ৪২ টি পূজা মন্ডপ রয়েছে। এছাড়া পূজামন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সর্বদা যোগাযোগ করেছে বোলে জানা গেছে। পূজা মন্ডপে যদি কোন ধরনের নাশকতামূলক ও সন্ত্রাসী কার্যকলাপের ঘটনা ঘটে বা ঘটনার সম্ভাবনা থাকে তাহলে সাথে সাথে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি পূজা মন্ডপের কমিটির সাথে বিজিবি টহল দল সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছেন। এক বিবৃতিতে নীলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, নীলফামারী এবং পঞ্চগড় জেলা সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৫৪টি পূজা মন্ডপ রয়েছে। প্রায় ১৪৭ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় শারদীয়া দুর্গা উৎসব পালিত হচ্ছে। এখানে এমনভাবে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে যেন কোন ধরনের নাশকতা এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ৫৬ বিজিবি সদা তৎপর রয়েছে। পূজা মন্ডপ সমূহে ৯ প্লাটুন বিজিবি সদস্য ২৪ ঘন্টা ব্যাপী টহল পরিচালনা করছে। সেক্ষেত্রে অন্যান্য আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং পূজামন্ডপ পরিচালনা কমিটির সাথে সার্বক্ষণিক সমন্বয়ে রেখে টহল পরিচালনা করা হচ্ছে পূজার শেষ দিন পর্যন্ত অর্থাৎ ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জন পর্যন্ত আমাদের এই নিরাপত্তা কার্যক্রম একই ধারায় অব্যাহত থাকবে। বিজিবি'র এই ধরনের পদক্ষেপ দেশ ও জনগণের মনে আস্থা অর্জন করতে এবং মানুষের কল্যাণে সবসময় পাশে থাকতে বিশেষ ভূমিকা রাখছে। এছাড়াও নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধিনায়ক সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ সরজমিনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭