ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে ১১৪ টি পূজা মন্ডবে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব


অক্টোবর ৫, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:  বছর ঘুরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসবকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জে পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ জায়গায় প্রতিমা গড়া শেষ, চলছে রঙের কাজ।

আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিন চলবে দুর্গোৎসব। যা আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।

এ লক্ষ্যে সুন্দরগঞ্জ উপজেলার ১টি পৌরসভা সহ ১৫টি ইউনিয়নে সর্বমোট ১১৪ টি মন্ডপে পূজার আয়োজনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পূজা মণ্ডপ ঘিরে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।

এদিকে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। ইতিমধ্যে প্রতিমা তৈরীর কাজ শেষের দিকে এখন চলছে রং তুলিতে একনিষ্ঠ চিত্তে নিপুণ হাতের ছোঁয়ায় দেবী দুর্গার বাহনকে সাজানোর কাজ।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুন্দরগঞ্জ শাখা কর্তৃক জানানো হয়েছে উপজেলায় মোট ১১৪টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ১১টি, বামনডাঙ্গা ইউনিয়নে ২১ টি, সোনারায় ইউনিয়নে ১০টি, তারাপুর ইউনিয়নে ১৭টি, বেলকা ইউনিয়নে ২টি, দহবন্দ ইউনিয়নে ৩টি, সর্বানন্দ ইউনিয়নে ৪টি, রামজীবন ইউনিয়নে ৭টি, ধোপাডাঙ্গা ইউনিয়নে ৪টি, ছাপড়হাটি ইউনিয়নে ১০টি, শান্তিরাম ইউনিয়নে ৪টি, কঞ্চিবাড়ি ইউনিয়নে ৮টি, শ্রীপুর ইউনিয়নে ৯টি, চন্ডিপুর ইউনিয়নে ৪টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুন্দরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আল্পনা রানী গোস্বামী বলেন, সুন্দরগঞ্জের মানুষ সব সময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

এখানে জাতি, ধর্ম,বর্ন নির্বিশেষে সকলেই শারদীয় দুর্গা উৎসব পালন করে আসছি।আমরা উৎসব কে উৎসবমুখর করার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের সাথে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন করেছি।

উপজেলার সার্বিক পরিস্থিতি এবং পূজার প্রস্তুতি খুবই ভালো। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ০৮ অক্টোবর মহা পঞ্চমীর মধ্য দিয়া শারদীয় দুর্গা উৎসব শুরু হবে এবং ১৩ অক্টোবর শুভ বিজয় দশমীতে মাকে বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার সমাপ্তি ঘটবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজির হোসেন বলেন, আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের নিমিত্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।