শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা সুন্দরগঞ্জে কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন।
আজ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানে উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেন।এ সময়
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন বলেন, এ উপজেলায় আমি নতুন হিসাবে যোগদান করেছি। এ উপজেলার সবকিছুই আমার অপরিচিত। উপজেলার সার্বিক উন্নয়নে ও সমাধানে আমি বিশ্বাস করি। প্রাথমিক অবস্থায় আমাকে এখানে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। উপজেলার উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকরা হচ্ছে সমাজ বদলের হাতিয়ার। তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব। উপজেলার সার্বিক উন্নয়নে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি এ উপজেলার উন্নয়নে দায়িত্বপূর্ণ ভুমিকা পালন করতে চাই। তিনি এ ব্যাপারে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় কামনা করেন।তিনি বলেন সমস্যা আছে তার সমাধানও আছে।তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি সুন্দরগঞ্জ উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।তিনি এর আগের উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের স্থলাষিভিক্ত। হলেন। তিনি বিসিএস ৩৪ তম ব্যাচের একজন কর্মকর্তা।