ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

সাবেক মন্ত্রীসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


অক্টোবর ২১, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানসহ ১২ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা প্রদান করেন। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
নিষেধাজ্ঞার কয়েকটি আবেদন সূত্রে জানা যায়, এই ১২ জনের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর। এছাড়া এই তালিকায় নাম এসেছে মন্নুজান সুফিয়ান সহ তার তিন আত্মীয়ের। তারা হলেন- শাহাবুদ্দিন আহমেদ, শামিমা সুলতানা হৃদয় ও এ এম ইয়াছিন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ঢাকা-১৩ আসনের সাবেক এমপি সাদেক খান ও তার স্ত্রী ফেরদৌসী খান।

এছাড়া নরসিংদী-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রী আফরোজা সুলতানাকেও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এছাড়া পূর্বে দেয়া দেশত্যাগে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানসহ তার স্ত্রী-সন্তানকে। তারা হলেন- তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ ও তাদের সন্তান আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণব।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।