ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

সাঘাটায় বৈদ্যুতিক লাইন নেয়ার দ্বন্দে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ


অক্টোবর ২৬, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার সাঘাটায় বৈদ্যুতিক লাইন নেয়ার দ্বন্দে মাছ ব্যবসায়ী শ্রীধাম চন্দ্র দাসকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।

নিহত শ্রীধাম চন্দ্র দাস উপজেলার বোনারপাড়ার মাঝিপাড়া ছাটকালপানি গ্রামের মৃত মহিম চন্দ্র দাস ও বিমঘা রানী দম্পতির ছেলে এবং বোনারপাড়া বাজারের মাছ ব্যবসায়ী।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে সাঘাটা থানা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে বোনারপাড়া মাছের আড়তে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীধাম চন্দ্র দাস স্থানীয় বিলে মাছ চাষ করে আসছিলেন। সেখানে মন্দিরের বৈদ্যুতিক লাইন নিয়ে স্থানীয় মিলন মিয়াদের বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার বোনারপাড়া মাছের বাজারে মিলন, কালাম ও এরশাদসহ আরও অনেকে অতর্কিতভাবে হামলা করে। সেখানে শ্রীধাম চন্দ্র দাসকে বেধড়ক পেটাতে থাকেন। এতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফ আলী বলেন, বৈদ্যুতিক লাইন নেওয়াকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোফররফ হোসেন বলেন, খরব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।