ঢাকারবিবার , ৬ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

শ্রীনগরের দয়াহাটায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বি. চৌধুরী


অক্টোবর ৬, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:  মুন্সীগঞ্জে চতূর্থ জানাজা শেষে সাবেক রাস্ট্রপতি বিকল্প ধারার প্রতিষ্ঠাতা ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর কেসি ইনস্টিটিউট মাঠে বি. চৌধুরীর চতূর্থ জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজায় পাঁচ শতাধিক লোক অংশগ্রহন করেন। জানাজা শেষে পৌনে ৩ টার দিকে তাকে তার গ্রামের বাড়ির মজিদপুর দয়হাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে একইদিন রবিবার সকাল ১০ টার দিকে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতে বি.চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

তার নামাজে জানাজায় বিকল্পধারা বাংলাদেশর যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ফখরুদ্দীন আল রাজী, সিরাজদিখান উপজেলার বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলার বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, শ্রীনগর থানার ওসি ইয়াসিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। তার পরিবার সূত্রে জানা গেছে তার ইচ্ছে অনুযায়ী তাকে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
উল্লেখ্য শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় ঢাকার উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। তিনি স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন।

বড় মেয়ে মুনা চৌধুরী ব্যারিস্টার, ছোট মেয়ে শায়লা চৌধুরী চিকিৎসক এবং উত্তরা উইমেন মেডিকেল কলেজে অধ্যাপনা করেন।

ছেলে মাহী বি চৌধুরী রাজনীতিবিদ, যিনি বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব। মুন্সীগঞ্জ-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়,ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর ভোরে বারিধারার বাসা থেকে প্রবীণ রাজনীতিবিদ চিকিৎসক অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে তার প্রতিষ্ঠিত হাসপাতালে ভর্তি করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।