স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ও নিয়মিত মামলার ৩ জন আসামি গ্রেফতার।
গতকাল শনিবার (০৫অক্টোবর) রাতে শায়েস্তাগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ দিলিপ কান্ত নাথ এর দিকনির্দেশনায় এসআই মোঃ জহিরুল ইসলাম,এসআই আবুল কাশেম, এএসআই আল মামুন নেতৃত্বে এলাকায় অভিযান পরিচালনা করে ৩জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলো- সিআর নং-১৩২/২৪ মামলা উপজেলার সুদিয়াখলা গ্রামের আ: সালামের মেয়ে তসলিমা আক্তার(২৮)।
ফৌজদারী আপিল মামলা নং-১৮/২০২৩ ০১মাসে ২০ দিনের সাজাপ্রাপ্ত আসামি ব্রাম্মনডোরা গ্রামের মৃত তাহির মিয়া ছেলে আজদু মিয়া(৩০)।
নিয়মিত মামলা নং-০৬ তাং-২২/০৯/২৪ এর আসামী সুরাবই গ্রামের মৃত জমির আলী ছেলে সৈয়দ মুমিন আলী(৪৩)।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ দিলিপ কান্ত নাথ৷ তিনি বলেন আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭