লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে চলছে টাস্কফোর্স কমিটির অভিযান। এসময় অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে সটকে পড়েন।
শনিবার (১২ অক্টোবর) জনাব রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর এর নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জেপি দেওয়ান এর তত্ত্বাবধানে লক্ষ্মীপুর সদরের চকবাজার এলাকায় জেলা বিশেষ টাস্কফোর্স এর অভিযান পরিচালিত হয়। এ সময় আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, মসলা ও ডিমের আড়ত, সবজি বাজার, মাছ বাজার, ব্রয়লার এবং গরুর মাংসের দোকানসমূহ পরিদর্শন করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির ক্ষেত্রে যথাযথ আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রসিদ সংরক্ষণের বিষয়ে পাইকারি ও খুচরা বিক্রেতাদের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রতিদিনের বাজার মূল্য অনুযায়ী স্বল্প মুনাফায় বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান চলাকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মজিবুর রহমান কৃষি বিপণন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধান লঙ্ঘনের অভিযোগ ঘটনাস্থলে উদঘাটনের পরিপ্রেক্ষিতে আমলে গ্রহণ করে ০৪ (চার) টি পৃথক মামলায় ০৪ (চার) জন ব্যক্তিকে মোট ৩৯,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জেলা টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল, জেলা মার্কেটিং অফিসার মনির হোসেন ও জেলা কনজিউমার অ্যাসেসিয়েশনের সভাপতি হোসাইন আহমেদ হেলালসহ প্রমুখ।
জেলা টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলায় বিশেষ টাস্কফোর্স টিম গঠন করা হয়। টাস্কফোর্স টিমের নেতৃত্বে আজ দুপুরে মুরগি, গরু মাংস, দুধ-ডিম, কাঁচাবাজারসহ বিভিন্ন আড়তে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে অভিযানে বাজারে দ্রব্যমূল্যে অসংগতি দেখে শর্তকতামূলকভাবে চার দোকানে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে জেলা বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীরা নির্দেশনা না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।