ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

রাজাগঞ্জ বাজারে আরসিবি’র নতুন অফিস উদ্বোধন ও নতুন সিজনের জার্সি উন্মোচন


অক্টোবর ১৫, ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফখরুল ইসলাম বিপ্লব, সিলেট প্রতিনিধি:   ‘এসো তরুণ খেলার মাঠে, নিয়ো না মাদক হাতে’ এই স্লোগান সামনে রেখে সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন ক্রিকেট বোর্ড (আর.সি.বি)র অফিস উদ্বোধন ও চলতি সিজনের জার্সি আনুষ্ঠানিক ভাবে উন্মোচিত হয়। ১৪ অক্টোবর ২০২৪ ইং রোজ সোমবার রাজাগঞ্জ বাজারে আড়ম্বরপূর্ণ আয়োজনে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব বেলাল আহমেদ এমবিএ ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাওলানা সামছুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন খেলাধুলা অনুরাগী ব্যক্তিবর্গ ও অন্যান্য পেশাজীবির মানুষ। আগত অতিথিরা বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে নেশা, মোবাইল আসক্তি সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ার ভয়াবহতা উল্লেখ করে বর্তমান সময়ে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তরুণ প্রজন্মের সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয়ের প্রতিরোধ স্বরূপ সময়োপযোগী আরসিবির এরকম কার্যক্রমের জন্য সাধুবাদ জানান, সাথে দেশ ও বিদেশে যারা আরসিবির সাথে সংযুক্ত থেকে বিভিন্ন ভাবে তরুণ প্রজন্মকে মাঠের খেলায় সহযোগিতা ও অনুপ্রেরণা যোগাচ্ছেন, তাদের বিশেষ ধন্যবাদ জানান।

উল্লেখ্য গত আগষ্ট মাসের ২৪ তারিখে ১ বছর মেয়াদি ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসাবে আজাদুর রহমান ও জহিরুল ইসলাম অভিকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন- সহসভাপতি জামিল আহমেদ, নজরুল ইসলাম ও এনাম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সাইফুল আমীন, কোষাধ্যক্ষ সাবের আহমেদ, প্রচার সম্পাদক নাহিয়ান আহমেদ আরিফ, সহ প্রচার সম্পাদক মাহফুজ আহমেদ। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- নাঈম আহমেদ, কাসেম আহমেদ, ফয়সল আহমেদ, সুলতান আহমেদ, নাবিদ চৌধুরী, নাদমান চৌধুরী, জাবেদ আহমেদ, মাহফুজ বাবু, ময়নুল ইসলাম, এমাদুর রহমান, জিয়া চৌধুরী, সাম্মান আহমেদ, রিফাত আহমেদ, শহীদ আহমেদ ও তাহসিন আহমেদ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।