ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

রাজধানীতে রাতভর বৃষ্টি, সকালে ভোগান্তি


অক্টোবর ৩, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:  রাজধানীতে গতকাল বুধবার সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। রাতভর থেমে থেমে চলে এই বৃষ্টি। এতে ঢাকার নিউমার্কেট, দক্ষিণ খান, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, রাজারবাগ, পল্টন, মতিঝিল কলোনি, গ্রিন রোড ও ফকিরাপুলের অনেক রাস্তায় পানি জমে যায়। এদিকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী ও স্কুলগামীরা ।

রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে থেমে থেমে বৃষ্টিতে সিএনজি ও রিকশা চালকরা বেশি ভাড়া দাবি করছে। এতে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন, তাদের ভোগান্তি বেড়েছে।

রাজধানীর দক্ষিণখান থেকে আমাদের সংবাদদাতা জানান, বৃষ্টির পানির জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও স্কুলগামীরা। সড়কের নির্মাণ কাজ চলায় দক্ষিণখানের প্রতিটি সড়কের চিত্র ভয়াবহ। রাস্তায় হাঁটু সমান পানি জমে আছে। জলাবদ্ধতার ফলে সিএনজি ও রিকশায় কয়েকগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।