(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন চত্বরে পার্কিং তৈরির কাজে বাধা দিয়েছে অবৈধ দখলদাররা। বুধবার ২৩ অক্টোবর রেলওয়ের প্রকৌশল বিভাগের শ্রমিকরা কাজ শুরু করতে গেলে তাদের বাধা দেয় তারা। গত ২৬ সেপ্টেম্বর উচ্ছেদ করা জায়গায় পার্কিং তৈরির উদ্যোগের জন্য কিছু দোকানপাট উচ্ছেদ করে রেল কতৃপক্ষ। কিন্তু সেখানে আবারও স্থাপনা নির্মাণ শুরু করে অবৈধ দখলদাররা। বুধবার ২৩ অক্টোবর রেলওয়ের প্রকৌশল বিভাগ উচ্ছেদকৃত জায়গার নিয়ন্ত্রণ নিতে এলে তাদের বাধা দেয়া হয় বলে অভিযোগ করেন উপ-সহকারী প্রকৌশলী বাবুল আকতার। তিনি আরও অভিযোগ করেন, পার্কিং তৈরির জন্য রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ উচ্ছেদ অভিযানের মাধ্যমে কিছু জায়গা করে দেন।সেটির নিয়ন্ত্রণ নিতে গেলে তাদের বাধায় তারা ফিরে আসেন। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭