ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীবাড়িতে অসহায় দুঃস্থদের মাঝে চাল বিতরণ


অক্টোবর ৩১, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীবাড়ি উপজেলার যুবদলের পক্ষ থেকে অসহায় গরীব ও দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুবদলের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপি’র সভাপতি আলী আজগর রিপন মল্লিক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মনিরুল মনি পল্টন, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন মোল্লা। উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে ও সদস্য সচিব মহসিন খান বাবুর সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান দেওয়ান,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মো: মাসুদ রানা,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।