ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ভালুকা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে প্রায় সহস্রাধিক রোগীকে ফ্রি ব্লাড টেস্ট ও বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরী, মাজহারুল ইসলাম, মাহমুদুর রহমান, সিদ্দিকুর রহমান, লুৎফর রহমান, আল মামুন সরকার ও সারোয়ার জাহান কামাল প্রমূখ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ সময় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭