মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় দীর্ঘ দিনের চলমান বিরোধের জেরে নুরুজামাল (৬০) নামে এক ব্যক্তির হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। এ সময় আহত হয়েছেন ছোট ভাই মুক্তার হোসেন (৩৭) ও তাদের চাচাতো ভাই শাকিল (২৩), নাতি হামিম (১৪)।
শনিবার (৫ অক্টোবর রাত আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দ কাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা সকলেই উল্লিখিত গ্রামের বাসিন্দা। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয়রা জানায়,চৌদ্দ কাহনিয়া গ্রামে সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে ফজলুল করিমের সাথে প্রতিবেশী বাসেত মিয়ার বিরোধ চলছিল। দীর্ঘদিনের বিবাদের জেরে শনিবার রাত ৯টার দিকে বাউল গানের আসরে প্রতিপক্ষের সজিব,জাহাঙ্গীর, ফজলুল করিম, নান্নু, বাবু, রবিউল আউয়াল, হাসান-সহ আরো কয়েকজন বগি দা, রামদা, ছুরি নিয়া হামলা করে নুরুজামালের উপর। এ সময় তারা নুরুজামালের কব্জি বিচ্ছিন্নসহ পিটিয়ে আহত করে। তাকে বাঁচাতে তার ছোট ভাই মুক্তার এবং পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।আহতদের মধ্যে নুরুজামাল ও মুক্তার হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া নুরুজামাল বলেন, সন্ত্রাসী সজীব বগি দা দিয়ে কুপ দিয়ে আমার হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে।
বিষয়টা সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হামলাকারীরা সবাই পলাতক।এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।