আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ইং উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ৩ জেলেকে আটক করা হয়।সেই সাথে ৫০ হাজার মিটার কারেন্ট জাল,৮০ কেজি ইলিশ ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্য গোয়াল গ্রামের আব্দুল হালিম খান এর ছেলে শামীম, রমজানবেগ গ্রামের মো: হাকিম আলি দেওয়ান ও চরঝাপটা গ্রামের মো: অলি উল্লাহ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল হাসাইল মাছ ঘাট সংলগ্ন এলাকায় পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সোমবার ভোরে এ অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু। অভিযানে আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা, ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, ইউপি সদস্য বাবু হাওলাদার প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭