ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় মায়ের হাতে নয় বছরের শিশু কন্যা খুন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ঘাতক মা কেয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সাদিক টাওয়ারের ৩ তলায়। নিহত মেয়ের নাম কৃত্তিকা চক্রবর্তী (৮)। কৃত্তিকা চক্রবর্তী স্থানীয় শাহীন স্কুলের ছাত্রী।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঘটনারদিন সকালে কেয়া চক্রবর্তীর স্বামী স্কয়ার ঔষধ কোম্পানির টেরিটরি অফিসার প্রসঞ্জিত চক্রবর্তী অফিসের কাজে বাইরে চলে যান। কেয়া চক্রবর্তীর ছোট ভাই অলক চক্রবর্তী শুক্রবার দুপুরে তাঁর বোনের বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখেন। বাইরে থেকে ডেকে দরজা খোলতে না পেড়ে তিনি পুলিশে খবর দেন। সন্ধ্যা ৭টার দিকে ভালুকা মডেল থানা পুলিশ এসে বাসার দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে কৃত্তিকা চক্রবর্তীর লাশ উদ্ধার করেন। প্রসঞ্জিত চক্রবর্তী সাদিক টাওয়ারে ভাড়া বাসা নিয়ে থাকতেন। অলক চক্রবর্তী জানান, আমার বোন গত করোনার সময় থেকে মানসিক সমস্যায় ভোগছিলেন। কিভাবে এ ঘটনা ঘটেছে আমি কিছুই বলতে পারবো না।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে বাসার দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখা গেছে শিশুটির লাশ পড়ে রয়েছে। কিভাবে মারা গেছে এই মুহুর্তে বলা যাচ্ছে না। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭