নিজস্ব প্রতিনিধি: চার সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আহ্বায়করা পূর্ণাঙ্গ কমিটি গঠনে কাজ করবে। ভুয়া সমন্বয়ক পরিচয়ে কেউ যাতে অপকর্ম করতে না পারে, সেই চিন্তা থেকে তারা সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করতে চান। সেই লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি কাজ করবে। কমিটির প্রধান লক্ষ্যগুলোর মধ্যে থাকবে অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করা এবং মুজিববাদীদের সব অপতৎপরতার মূলোৎপাটন করা।
মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জরুরি সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। কমিটিতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্যসচিব, আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সমন্বয়ক সারজিস বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি- সমন্বয়ক পরিচয়ে অনেকে বিভিন্ন ধরনের অন্যায় করছে। যারা হত্যা হতে দেখেছে, তারা এটা করতে পারে না। আমরা চার সদস্যের আহ্বায়ক কমিটি দিচ্ছি। এতে করে যারা ভুয়া সমন্বয়ক পরিচয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়। সামনের দিনে যুদ্ধ আরও কঠিন হবে। এজন্য আরও ঐক্যবদ্ধ হতে হবে। এই অভ্যুত্থান পুরো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নয়। জেলা উপজেলায় যারা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের খুঁজে বের করাই হবে এই কমিটির কাজ।
দায়িত্ব পাওয়ার পরে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা নেতৃত্ব দিয়ে আন্দোলন সুসংগঠিত করেছেন তাদের একাত্ম করতে কাজ করব। মুজিববাদ শক্তি যেভাবেই আসুক না কেন, তাদের সমূলে উৎপাটন করতে আমরা কাজ করব। সেইসঙ্গে আমাদের কাজ হবে- নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা। সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সহ অন্য সমন্বয়করা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭