বাবু হাওলাদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা বাজারে যাওয়ার প্রধান সড়কে হাটু পানি জমে আছে। বাজারের পশ্চিম পাসের সকল জমি ভরাট করে আবাসিক প্রকল্প তৈরি করায় ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামন্য বৃষ্টি হলেই পানি জমে থাকে। এতে ভোগান্তীতে পরে প্রায় দুই ইউনিয়নের হাজার হাজার সাধারণ জনগন। শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় বাজারে যাওয়ার প্রধান সড়কে হাটু পরিমান পানি জমে আছে। আশেপাশের দোকান গুলোতে পানি ঢুকে যাওয়ার অবস্থা। জনসাধারনে যাতায়াতে সময় ঢেউয়ের পানী অনেকের দোকনে ঢুকে দোকানের মালপত্র ভিজে নষ্ট হয়ে যায়। বাজারের আশেপাশের যত জমি আছে তা ভরাট করে বড় বড় বিল্ডিং করা হয়েছে। পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না রাখায় কিছুতেই কমছেনা ভোগান্তী। বেতকা ইউনিয়ন ও আব্দুল্লাহ পুর ইউনিয়ের প্রায় হাজার হাজার লোক তাদের নিত্য প্রয়োজীয় জিনিস পত্র কিনতে এই বাজারে আসেন।
এই পথে যাতায়াত কারী আব্দুল জাব্বার দেওয়ান জানান, আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। প্রভাব শালীরা জমি ভরাট করে বড় বড় ভবন নির্মান করে পানী নিস্কাশ বব্যস্থা বন্ধ করে রেখেছে তাই সামান্য বৃষ্টি হলেই এই রাস্তায় পানি জমে যায় এতে আমাদের চরম ভোগান্তী পোহাতে হয়। ঢালী মার্কেটের মুদি দোকানদার মতিউর রহমান জানান, অতিরিক্ত বৃষ্টির কারনে রাস্তাটি ডুবে গেছে আমাদের মার্কেটের পিছনে কতগুলো ভবন নির্মান করে রেখেছে অথচ পানি নামার কোন ব্যবস্থা রাখে নাই তাই সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি ডুবে যায়।উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমাদের দাবী এখানে যেনো পানি নামার জন্য একটা ড্রেনেজ বব্যস্থা করে দেন। স্বর্নের দোকানদার শরিফ শিকদার জানান, আমার দোকানে মহিলা কাস্টমার বেশী একটু বৃষ্টি হলেই রাস্তাটি ডুবে যায় তখম কোনো কাস্টমার দোকানে আসেনা ব্যাবসায়িক ভাবে আমরা ক্ষতিগ্রস্থ হয়ে আছি তাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন দ্রুত সময়ের মধ্যে যেনো আমাদের বাজারের প্রধান সড়কের পাসে ড্রেনেজ ব্যবস্থা করে দেন। রিক্সা চালক মোসলেম শেখ জানান, পানির কারনে আমাদের রিক্সা নিয়ে বাজারে ঢোকতে অনেক কষ্ট হয়। দ্রুত পানি নামার ব্যাবস্থা হলে আমাদের ভোগান্তী কমবে । বাজার কমিটির সভাপতি ইউসুফ আলী শিকদার জানান, বেতকা বাজারের ভিতরে ড্রেনের কাজ চলমান আছে রাস্তার পূর্বপাশ দিয়ে জায়গা না পাওয়ায় ড্রেনের কাজ করতে পারছি না। বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রিগ্যান শিকদার জানান, বেতকা বাজারে ড্রেনের কাজ চলতেছে আমি উপজেলা প্রশাসনরে সাথে আলোচনা করে রাস্তার পূর্ব পাস দিয়ে ড্রেনেজের ব্যবস্থা করবো।
এব্যপারে কথা বলতে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো:আসলাম হোসাইনকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নাই।