ঢাকাশুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

বিজয় অর্জিত হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি: সেলিম উদ্দিন


অক্টোবর ২৫, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:  ছাত্র-জনতার যুগপৎ আন্দোলনে বিজয় অর্জিত হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর অঞ্চল আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ছাত্র-জনতার যুগপৎ আন্দোলনে বিজয় অর্জিত হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। আমাদের যেকোন উদাসীনতা ও নির্লিপ্ততায় ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক অপশক্তি আবারো মাথাচাঁড়া দিয়ে উঠতে পারে। তাই অর্জিত বিজয়ে অতি উল্লসিত না হয়ে বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সেলিম উদ্দিন বলেন, আওয়ামী বাকশালী ফ্যাসিস্টরা ক্ষমতা থেকে বিদায় নিলেও তারা তাদের দোসরদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দেশ ও জাতিস্বত্তাবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ময়দানে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, জামায়াতের সকল স্তরের জনশক্তিকে পালন করতে হবে দায়িত্বশীল ও ঐতিহাসিক ভূমিকা। তাহলেই আমরা দেশে একটি ন্যায়-ইনসাফভিত্তিক শান্তির সমাজ বিনির্মাণ করতে সক্ষম হবো। দেশে নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থান ঘটবে না। জামায়াত কর্মীদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় ময়দানে সর্বোচ্চ কোরবানীর নজরানা পেশ করতে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।
মোহাম্মদপুর অঞ্চল পরিচালক জিয়াউল হাসানের সভাপতিত্বে সম্মেলনে দারসুল কোরআন পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কেন্দ্রীয় কর্মপরিষদ শূরা সদস্য ড. আব্দুস সামাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য আব্দুল আউয়াল আজম, সাখাওয়াত হোসেন ও মশিউর রহমান প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।