আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: ডেন্টাল সার্জনদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) ২০২৪-২৭ কার্যকরী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ বিজ্ঞান বিষয়ক সম্পাদক হলেন টঙ্গীবাড়ীর কৃতি সন্তান ডাঃ পারভেজ শেখ। পারভেজ টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়নের খলাগাও গ্রামের মৃত আব্দুল আউয়াল শেখ এর ছোট ছেলে। গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২০২৪-২৭ কার্যকরী পরিষদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. এসএম সালাউদ্দিন আল আজাদ। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক এবং মহাসচিব পদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭