ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

বর্বরোচিত এই হত্যাকান্ডের বিচার কি হবে না


অক্টোবর ২৮, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি:  বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর সদর উপজেলার উদ্যোগে ২০০৬ সালে লগি-বৈঠা দিয়ে শেখ হাসিনার নির্দেশে পল্টনে হত্যাকাণ্ডের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা শাখার আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া।

সোমবার (২৮শে অক্টোবর) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চকবাজার ও উত্তর তেমুহনী প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীরা ‘দফা এক, দাবি এক খুনি হাসিনার গ্রেপ্তার’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’, ‘লগি-বৈঠার সন্ত্রাসীদের গ্রেপ্তার কর, করতে হবে’ ‘বর্বরোচিত এই হত্যাকান্ডের বিচার কি হবেনা? ইত্যাদি স্লোগান ও পেষ্টুন উঠিয়ে মিছিল দিতে দেখা যায়।

লক্ষ্মীপুর শহর শাখার আমির এডভোকেট আবুল ফারাহ্ নিশান এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা জামাতের নায়েবে আমীর এডভোকেট নজির আহমেদ ও নায়েবে আমীর এ আর হাফিজ উল্লাহ্, জেলা সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন মাহমুদ ও এডভোকেট মহসিন কবির মুরাদ।

শহর সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সরদার সৈয়দ আহম্মেদ, অধ্যাপক আবদুর রহমান, মমিন উদ্দিন পাটওয়ারী ও এম শামসুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, সেক্রেটারী মাষ্টার মমিনুল হক, ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি আরমান পাটওয়ারী ও সেক্রেটারি ফরিদ উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হুমায়ুন কবির, নায়েবে আমীর আলমগীর হোসাইন ও সেক্রেটারী জনাব ফয়েজ আহমেদ, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মোস্তফা মোল্লা, নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ রাসেল ও সেক্রেটারী এডভোকেট রেজাউল ইসলাম সুমন।

সমাবেশে বক্তারা বলেন, খুনি হাসিনা পরিকল্পিতভাবে ২৮ অক্টোবর পল্টনসহ সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে লগি-বৈঠা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নৃশংসভাবে হত্যা করেছে। সেই ২৮ অক্টোবর থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ১৬ বছরে হাজার হাজার মানুষকে হত্যা, গুম-খুন ও নির্যাতন করেছে। তারপরেও সে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, ছাত্র-জনতার গণআন্দোলনে পালিয়ে গেছে খুনি হাসিনা। অনতিবিলম্বে খুনি হাসিনাকে দেশে ফেরত এনে ২৮ অক্টোবরের হত্যাকান্ডসহ সকল হত্যাকান্ডের বিচারের দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর সদর উপজেলা ও পৌর শাখার হাজার-হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।