স্টাফ রিপোর্টার: ফরিদপুর সদরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার ভোর ৪টার দিকে সদরের মল্লিকপুরে করিমপুর জোড়া সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার সুভাষচন্দ্র বাড়ই বলেন, ‘ঢাকা থেকে ঝিনাইদাহগামী গ্রীন এক্সপ্রেস বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে আমতলীগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এর দুর্ঘটনা ঘটে।’
করিমপুর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘নিহত পাঁচজনের বয়স ১৮ বছরের বেশি। তাদের পরিচয় জানা যায়নি।
নাম-পরিচয় শনাক্তে আমরা কাজ করছি।’
আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।