ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

পাবনায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত


অক্টোবর ৩০, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় ছাত্রদলের শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা ছাত্রদলের শিক্ষার্থীদের আয়োজন শহীদ বুলবুল কলেজ ও এডওয়ার্ড কলেজে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। 
মত বিনিময় সভায় ডাঃ আউয়াল বলেন, বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। তারপর টোটাল রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। গতানুগতির রাজনীতির ধারা সেটা আর নেই।  
আমরা সবাইকে জানাতে এসেছি আমাদের দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফা। এই দফার মধ্যে সাধারণ মানুষের সব উত্তর রয়েছে।

সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করতে সক্ষম হয়েছে। ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে তাদের কর্মকাণ্ডের জন্য। আগামীতে দেশের প্রতিটা স্কুল কলেজে সুন্দর শৃঙ্খলা রাজনীতি দেখবে বাংলাদেশের মানুষ। এই ৩১ দফাকে বাংলাদেশের মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করেন ডাঃ আউয়াল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ও মোকছেদুল মোমিন মিথুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ নেতৃবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।