মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি সদস্যরা। মঙ্গলবার (৮- অক্টোবর) রাত আনুমানিক ৮:৩০ মিনিটে তাদেরকে আটক করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধীনস্থ মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শুয়েরপাড় এলাকায় সীমান্ত থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি'র পক্ষ হতে জানানো হয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বিজিবি টহল দল হাতে নাতে তাদেরকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন নীলফামারী জেলার ডোমার উপজেলাধীন মধুসূদন এর ছেলে শ্রী নন্দ কিশোর রায় (৪৫), শ্রী নন্দ কিশোর রায় এর ছেলে শ্রী পরিমল রায়(২১), শ্রী তৈলক্ষ্য রায় এর ছেলে শ্রী নিত্যানন্দ রায়(২১), শ্রী বড়কান্ত চন্দ্র এর ছেলে শ্রী সঞ্জয় চন্দ্র (১৭) ও মৃত সিবেন এর ছেলে শ্রী কল্যাণ রায় (২৪)। আটক ব্যক্তিদের বোদা থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি'র পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও বিজিবি জানান, নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর দায়িত্বাধীন সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং সার্বক্ষণিক তৎপর রয়েছি। আমাদের এই চলমান কার্যক্রম সার্বক্ষণিক অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭