মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কালে একজনকে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধীনস্থ ঘাগড়া বিওপির সদস্যরা। গতকাল বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬:৪০ মিনিটে ভারত- বাংলাদেশ সীমান্তের আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে তাকে আটক করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজিবি এর ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি এর পঞ্চগড় সদর উপজেলাধীন ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫৪/এমপি এর খুবই কাছাকাছি বর্মতল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ এর উদ্দেশ্যে আগমনের সংবাদ পেয়ে মৃত সুমারী এর ছেলে ইউসুফ এর বাড়িতে ঘাগড়া বিওপির একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কেরানীগঞ্জ গ্রামের মৃত হালিম বেপারি এর ছেলে মোঃ শান্ত ইসলাম (২৪)’কে হাতেনাতে আটক করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দুইজন দালালের মাধ্যমে সে মানব পাচারকারী মোঃ ইউসুফ আলী এর বাড়িতে এসেছে। মোঃ ইউসুফ আলী সহ আরো পাঁচ ছয় জন মানব পাচারকারী সিন্ডিকেট সদস্য তাদের পাচারের কাজে সম্পৃক্ত রয়েছে। বিজিবি আরো জানায়, আটককৃত ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তার ব্যবহৃত ব্যক্তিগত তিনটি মোবাইল ফোন সহ তাকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে নীলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোঃ বদরুদ্দোজা বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানিক কার্যক্রম রোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিত এর পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত রয়েছে। আমাদের এই কার্যক্রম সার্বক্ষণিক অব্যাহত থাকবে। নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর চোরাচালান রোধ এবং মানব পাচার বন্ধে চলমান তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। চলমান এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন অনেকেই