ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

পঞ্চগড়ে ১৮ বিজিবি’র অভিযানে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার আটক একজন


অক্টোবর ৩, ২০২৪ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি: পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় ৫০ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করেছে ১৮ বিজিবি’র বাংলাবান্ধা বিওপির সদস্যরা। আটক ব্যক্তি হলেন তেতুলিয়া উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়নের মোঃ রহিম উদ্দিন এর ছেলে মোঃ জয়নাল আবেদীন (৩৫)। বাংলাবান্ধা ইউনিয়নের সর্দারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আটক জয়নাল আবেদীনকে তেতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ১৮ বিজিবি বি কোম্পানি বাংলাবান্ধা বিওপির সুবেদার মোঃ ফারুক হোসেন বাদী হয়ে জয়নাল আবেদীনকে ফেনসিডিলসহ তেতুলিয়া মডেল থানায় এজাহার জমা দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত বাংলাদেশ সীমান্তের সর্দারপাড়া এলাকার মেইন পিলার ৭৩২/১০ এর কাছে বিজিবি অবস্থান নেন। পরবর্তীতে ভারত থেকে নিয়ে আসা অবৈধ ফেনসিডিল সহ জয়নাল আবেদীন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে হাতেনাতে বিজিবি তাকে আটক করে।  এ বিষয়ে তেতুলিয়া মডেল থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সকল প্রকার আইনানুক প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জয়নাল আবেদীনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে বিজিবির মাদকবিরোধী তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। যারা অবৈধ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় এজন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন অনেকেই।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।