মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে মহানন্দা নদীর বালুচর থেকে পুলিশ ও বিজিবি যে মরদেহ উদ্ধার করেছে তার পরিচয় মিলেছে। তার নাম মোঃ জুয়েল ইসলাম(৪০)। সে বাংলাবান্ধায় পাথর শ্রমিক হিসেবে কাজ করতো। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত মোঃ জুয়েল ইসলাম (৪০) জেলার বোদা উপজেলাধীন পাঁচপির ইউনিয়নের বংশীঘর গ্রামের মোঃ কামাল উদ্দিন এর ছেলে। উল্লেখ্য মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীর জোত গ্রামের পশ্চিমে সীমান্ত পিলার নং ৭৩১/৫ আর এর কাছে মহানন্দা নদীর বালু চড়ে তার লাশ পুঁতে রাখা ছিল। সকালে স্থানীয় পাথর শ্রমিকরা নদীতে পাথর উত্তোলন করতে গেলে নদীর বাঁধ ব্লকে রক্তের দাগ দেখতে পায়। পরে তারা খুঁজাখুঁজি করে বালুর নিচে লাশের অবস্থান টের পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সিআইডি'র ক্রাইম স্কিন ইউনিটের টিম উপস্থিত হয়ে মৃতদেহকে সনাক্তকরণের চেষ্টা করেন। পরে সুরতহাল রিপোর্ট করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ প্রবীর চন্দ্র সরকার বলেন, জুয়েল ইসলাম পরিবার নিয়ে বাংলাবান্ধায় থাকতো এবং পাথর শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার ৭ অক্টোবর বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নি। এমতাবস্থায় মঙ্গলবার নদীর তীরে বালির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত হয়েছে। বর্তমানে মরদেহের ময়না তদন্ত চলমান রয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭