মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিষেধাজ্ঞা সময়ে ইলিশ ক্রয়ের অপরাধে এক ক্রেতা কে আটক করেছে পুলিশ। শনিবার (২৬অক্টোবর) ভোরে ব্যাগভর্তি ইলিশ নিয়ে যাওয়ার সময় আনুমানিক ৮ কেজি ইলিশ সহ আবুল হোসেন(৫৫) নামের ওই ক্রেতাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু। পরবর্তীতে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭