ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ


অক্টোবর ২৮, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মাহফুজুল হক: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রভাবশালী কর্মী ও ঢাকা কলেজের শিক্ষার্থী রূপককে সাধারণ শিক্ষার্থীরা পুলিশের হাতে তুলে দিয়েছে। সে ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ৪র্থ বষে ছাত্র এবং ঢাকা কলেজের ১০৮ নম্বর রুমে থাকে। বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আজ শিক্ষার্থীরা চেনা মাত্রই পুলিশের হাতে তুলে দেয়।

বিভিন্ন সূত্রে জানা যায় রূপক এক সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ত্রাস ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের প্রত্যেকটি সামনের সারিতে ছিল এবং নিউমার্কেট এলাকায় ব্যাপক চাদাবাজি করতো।

শিক্ষার্থীদের কাছ থেকে আরো জানা যায় বর্তমান অধ্যক্ষকে বলার পরও নিষিদ্ধ ছাত্রসংগঠনের অনেক কর্মী সিট বরাদ্দ পেয়েছে বলে জানা গেছে। হলে সিট বরাদ্দে নিষিদ্ধ সংগঠনের ব্যাপারে কাদের সম্পৃক্ততা আছে তা খতিয়ে দেখার জন্য শিক্ষার্থীগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।