ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

নিখোঁজ স্কুল পড়ুয়া ছেলের সন্ধান চেয়ে রাস্তায় রাস্তায় পোষ্টারিং করছে বাবা


অক্টোবর ৫, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:  হারিয়ে গেছে বুকের মানিক ১৪ বছর বয়সী একমাত্র ছেলে জিহাদ হাসান। তাই বাবা প্রতিদিন এক অঞ্চল থেকে আরেক অঞ্চল ঘুরে ঘুরে মানুষের মাঝে ছেলের সন্ধান চেয়ে পোষ্টার বিলি করছেন। দেয়ালে দেয়ালেও টাঙ্গানো হচ্ছে এই হারানো বিজ্ঞপ্তির পোষ্টার। তবুও মিলছে না খোঁজ। জানা যায়, গত ০৫ই আগষ্ট রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার পশ্চিম জিরাবো বাগানবাড়ী এলাকা থেকে নিখোঁজ হয় জিহাদ। জিহাদের বাবা বেলাল হোসেন বলেন, অনেক খোজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েও কোন সুরহা মিলছে না।

এদিকে দু মাস পেড়িয়ে গেলেও নিখোঁজ ছেলের সন্ধান না পেয়ে এক্কেবারেই ভেঙে পড়েছেন জিহাদের মা।

উল্লেখ্য, নিখোঁজ জিহাদের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীকে পাশে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন জিহাদের পরিবার।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।