স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও ধর্ষণ মামলাসহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় এস আই সুমন মিয়া,এস আই আব্দুল কাদের,এস আই শুভ দেব নাথ, এস আই আনিসুল ইসলাম নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রাতে বিশেষ অভিযান চালিয়ে হত্যাও ধর্ষণ মামলাসহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হত্যা মামলার পলাতক আসামি হলেন- নবীগঞ্জ উপজেলা ৬নং কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের মৃত্যু রজব আলীর পুত্র আব্দুর রউফ মিয়া (৬৫)কে ২ঘন্টার মধ্যেই হত্যা মামলার আসামিকে করগাও ইউনিয়নের বড় শাখোয়া গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
এজাহার নামীয় ধর্ষণ মামলার পলাতক আসামি হলো: ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের নুর খার পুত্র মঈন খাঁ (২২)কে গুজাখাইর এলাকা থেকে আটক করা হয়।
চুরির মামলার আসামি হল- নাসিরনগর থানার কলমদর পশ্চিমপাড়া (ধরমন্ডল) গ্রামের কিমত আলীর পুত্র বদরুল ইসলাম (৩৮)কে উপজেলার গজনাইপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামিকে ধরতে সক্ষম হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কালাম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তাদেরকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭