ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে গলায় ফাস দিয়ে যুবকের আত্মহত্যা


অক্টোবর ৩০, ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাবু হাওলাদার (টঙ্গিবাড়ী) প্রতিনিধি:  মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ইয়ামিন(১৯) নামের এক যুবক গলায় ফাস দিয়ে আত্মহত্যা করছে। মঙ্গলবার ( ২৯ অক্টোবর) রাত আনুমানিক ৯ টার দিকে ইয়ামিন (১৯) নিজ বাড়িতে গলায় ফাস দিয়ে আত্নহত্যা করে। সে হাসাইল বানারী ইউনিয়নের মান্দা গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস মুন্সীর ছেলে।

জানাগেছে, ঘটনর সময় নিহতের মা শিরীন বেগম ইয়ামিনের খালার বাসায় বেড়াতে যায় এবং ইয়ামিন এর স্ত্রী সুরমা বেগমও তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলো । বাড়িতে কোন লোক না থাকার সুযোগে ইয়ামিন তার বসত ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করে। পরে ইয়ামিনের মা শিরীন বেগম তার বোন এর বাড়ি হতে রাত ১০টার দিকে ঘরে ফিরে ইয়ামিনকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার করলে আশ পাশের লোকজন এসে ঝুলন্ত ইয়ামিনকে নামিয়ে অটোগাড়ী দিয়ে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে পরীক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, আমাদের সাবেক মেম্বার কুদ্দুস মুন্সীর ছেলে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে শুনে সাথে সাথে আমি হাসপাতালে আসি। কি কারনে ফাস দিয়েছে তা জানিনা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।