আপন সরদার মুন্সিগঞ্জ প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড প্রদানের দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মানববন্ধন করেছে শিক্ষকরা।মঙ্গলবার বিকেল ৪:২০ মিনিটে উপজেলা পরিষদের মাঠে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক টঙ্গীবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আসলাম হোসেন, উত্তর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খোরশেদ আলম শেখ,শিলপড়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান রাহাত,বেশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, চাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফ হোসেন,আপড়কাটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুন, হাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহায়েল ইসলাম সুমন সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধান উপদেষ্টা বরাবর লেখা এক স্বারকলিপি জমা দেন তারা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭