আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের চাপ গ্রামে রুওয়াদ ইন্টারস্যাশনাল তাহফিজ স্কুল কাম মাদ্রাসার নতুন ভবন উদ্ধোধন করা হয়েছে। শনিবার বিকাল সারে ৪ টায় ভবনটি উদ্ধোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শরাফাতুল্লাহ নদভী বলেন আমি বিশ্বের কয়েকটি দেশ ঘুরে দেখেছি তুরস্ক, মালেশিয়া, ইন্দোনেশিয়া তারা স্কুলে পরার পাশাপাশী হিবজুল কোরআন কমপ্লিট করে তাই তাদের দেশের মত আমি আমার নিজ উদ্যোগে আমাদের দেশের শিক্ষার্থীরাও যেনো স্কুলের পাশাপাশী হিবজুল কোরআন কমপ্লিট করতে পারে সে জন্য আমি আমার গ্রাম থেকে শুরু করছি। পর্যায়ক্রমে সারা দেশ ব্যাপী চালু করার চেষ্টা করবো। শিক্ষার্থীরা যেনো তার পরিচয় দেওয়ার আগে বলতে পারে আমি হাফেজ। এসময় আরো উপস্থিত ছিলেন সোনারং মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা কাজী মোস্তাফিজুর রহমান,সাবেক পুলিশ কমিশনার এম এ মালেক সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির মল্লিক উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আনিছুর রহমান বেপারী সদস্য সচিব মহাসিন খাাঁন বাবু যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল কবির কাজল হালদার প্রমুখ।