টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধি হওয়ায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা বাজার যাচাইয়ের জন্য প্রাথমিক ভাবে মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসলাম হুসাইন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি পুরো বজার ঘুরে প্রতিটি দোকানে দোকানে গিয়ে নিত্য প্রয়োযনীয় জিনিস পত্রের দাম যাচাই করেন এবং কত টাকা ক্রয় করেছে আর কত টকা বিক্রি করছেন দোকানদারদের নিকট হইতে ক্যাশমেমো চেক করেন। আলুর দাম বেশী কেন জানতে চাইলে বেতকা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খাঁন বলেন মজুদদাররা কোল্ড ষ্টোরেজে আলু আটকে রেখেছে তারা আলু কম বিক্রি করছে তাই বাজারে আলুর দাম বেশী যদি মজুদদাররা বাজারে আলু ছেরে দেয় তাহলে আলুর দাম কমার সম্ভবনা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো.জাহিদ হাসান,মো.আজিম শেখ,বেতকা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খাঁন, ইউপি সদস্য মনির হোসেন খাঁন রুবেল প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানান আমরা বেতকা বাজার প্রাথমিক ভাবে পর্যবেক্ষন করলাম পর্যায়ক্রমে আমরা পুরো উপজেলার বাজার গুলো ইউএনও স্যারকে সাথে নিয়ে মনিটরিং করবো।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭