টঙ্গিবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পাইকপাড়া স্বাধীন সমাজ সংঘ ক্লাবের উদ্যোগে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। নতুন কুরি সংঘ বনাম নয়া দিগন্ত সংঘ দুই গ্রুপের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয় প্রথম অধ্যায় গোলশূন্য হলেও দ্বিতীয় অধ্যায়ের ৩ মিনিটের সময় নয়া দিগন্ত সংঘের সাগর ১টি গোল করে খেলা শেষ হওয়ার ৫ পূর্বে নতুন কুরি সংঘের শ্যমল আরো ১টি গোল করে খলাটি সমতায় আনে ট্রাই বেকার করে ৮টি করে বল মারলে ৬-৬ গোলে ড্র হয় পরে টচে নতুনকুরি সংঘ জয়লাভ করেন এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাখাওয়াত হোসেন শেখ খেলাটি উদ্বোধন করেন পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন মোল্লা স্বাধীন সমাজ সংঘ ক্লাবের সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে স্বাধীন সমাজ সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আকরাম শিকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ কামরুল হাসান ও ডাক্তার প্রশান্ত চক্রবর্তী এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম সেলিম মোঃ মোশারফ হোসেন মাদবর রানী বেগম সমাজ সেবক দেলোয়ার শেখ শাহীন মন্ডল ইদ্রিস মাতবর আবুল খায়ের সিকদার সোহরাব বেপারী প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭