ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানির নেতৃত্বে পাইলট স্কুলের মোড় থেকে মিছিল বের হয়ে ঢাকা-সমমনসিংহ মহাসড়ক পদক্ষিন করে ভালুকা বাজার হয়ে পূনরায় পাইলট স্কুলের মোড়ে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানি সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় লুৎফর রহমান খান সানি বলেন, যতক্ষণ পর্যন্ত এই হত্যাকান্ডে জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।