নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত 'এমটি বাংলার সৌরভ' জাহাজে আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাত পৌনে একটায় জ্বলতে শুরু করে 'এমটি বাংলার সৌরভ। বহির্নোঙ্গরে অবস্থানরত বিএসসির এ অয়েল ট্যাংকারের আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার অভিযানে কোস্ট গার্ড টাগ শিপ বিসিজিটি প্রমত্ত, মেটাল শার্ক ৩টি ও ৪টি টিম এ বিভক্ত হয়ে কাজ শুরু করে। পরে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, অগ্নিকাণ্ডের পর নাবিকরা বঙ্গোপসাগরে লাফ দেয়। এরপর ৪৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাকিব মেহবুব জানান, জাহাজে থাকা মোট ৫০ জন ক্রু'র মধ্যে ৪৮ জনকে জীবিত উদ্ধার করেছে। একজনের লাশ উদ্ধার ও একজন নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত সোমবার এমটি বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণের পর আগুনের ঘটনায় তিনজন মারা যান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭