হামিদুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি)তাদের চাঁড়াল ডাঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থিত পূজা মন্ডুপ গুলো পরিদর্শন ও পূজা কমিটির সভাপতি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
গতকাল শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ১৬ বিজিবির চাঁড়াল ডাঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এলাকার চাঁড়াল ডাঙ্গা মিরাকাঠাল মহাশ্মশান ধবাপুকুর শ্রী শ্রী দূর্গা মন্দির,ও বেগপুরের দুইটি সর্বজনীন, দূর্গা পূজা মন্দির পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, নায়েব সুবেদার সিগনাল মুঃ হায়দার আলী, হাবিলদার মুঃআইয়ুব আলী চাঁড়াল ডাঙ্গা ক্যাম্প ১৬ বিজিবি সদস্যরা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন কালে তারা পূজা কমিটির সভাপতি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।সাথে সনাতন ধর্মালম্বীদের সকল কে শারদীয়া শুভেচ্ছা জানান। এবং মতবিনিময় কালে তারা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বজায় রেখে পূজা উদযাপন করার জন্য বলেন। পূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বিজিবির সহায়তার জন্য নিকটস্থ বিওপি ও ব্যাটালিয়নের সমন্বয়ে জরুরি হটলাইন সেবাও চালু আছে সাথে সাথে তাদের অবহিত করার জন্য বলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭