হামিদুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে নিহত ও আহতদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখা আয়োজনে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহ আলম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা আবুবক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি ড. মিজানুর রহমান। বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারী ইমামূল হোদা,জেলা ছাত্রশিবিরের সভাপতি মুক্তারুল ইসলাম,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজির হোসেন, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ও সেক্রেটারি মইনুল ইসলাম, ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি, মুত্তাকিম আলী প্রমূখসহ অসংখ্য জামাত-শিবিরের নেতাকর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭