হামিদুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,ব্যবসায়ি নেতা ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন ইউএনও নিশাত আনজুম অনন্যা।বুধবার সকালে তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত সহকারী সেক্রেটারি ডঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক বাইরুল ইসলাম,জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, সাবেক মেয়র তারিক আহমেদ , রহনপুরে জামায়াত আমির মনিরুজ্জামান ডাবলু, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা সাংবাদিক আসাদুল্লাহ আহমদ, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, সবজি আড়তদার শাকিল আহমেদ ও আঃ রহিম, ব্যবসায়ি মোতালেব হোসেন ও শফিকুল ইসলাম কালু , সাংবাদিক আতিকুল ইসলাম আজম, নাহিদ ইসলাম,গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম সহ অন্যরা। সভায় বর্তমানে হাটবাজারে সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম অব্যহত রাখতে সকলের সহায়তা কামনা করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭