হামিদুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী তন্ময় হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।
রোববার সকালে খয়রাবাদ তাহিনগর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ মোড়ে গিয়ে আধাঘণ্টা পথ অবরোধ করে রাখে। পরে মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, ১৩-১০-২০২৪ ইং তারিখ তন্ময়(১৭) নামে একটি ছেলে নিখোঁজ হয়। নিখোঁজের চারদিন পর চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদবপুর ঘাটে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার হয়।
পরিবারের দাবি এটা একটা হত্যাকাণ্ড এর বিচারের দাবিতে কয়েকবার থানায় গেলেও মামলা না নেওয়ার অভিযোগ করেন। থানায় মামলার না নেওয়ার কারণে বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি শহিদুল ইসলাম বলেন মামলা হয়েছে, যেহেতু তার লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা থেকে উদ্ধার করা হয়েছে সেখানে ইউডি মামলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭