ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জ উপজেলায় বিনামূল্যে ২৬ হাজার কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


অক্টোবর ২২, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাগর আহম্মেদ:  জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ২৬ হাজার কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রস্তুতিমূলক সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহেদ জাফরিন জিতি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাকারিয়া ইসলাম সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

সভায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এইচপিভি টিকার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং কোন কিশোরী যাতে টিকা নেওয়া থেকে বাদ না পড়ে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।