গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা ও উপজেলা বিএনপি'র সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও'কে ফুলের শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি'র সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানসেন আহম্মেদ, জেলা বিএনপির সদস্য ও উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বিদ্যুৎ, জাসাস উপজেলা শাখার আহবায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী মোন্নাফ, সদস্য সচিব নুরুন্নবী খন্দকার সোহাগ, জেলা ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতিক হাসান সজিব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও থানা যুবদলের সদস্য হোসাইন আহাম্মেদ সজিব, জাসাসের যুগ্ন আহবায়ক ও জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক বাদশা আকন্দ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম আপেল, জাসাস উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ইসমাইল মন্ডল নাবিল, রেইন মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ন আরাফাত হোসেন লিয়ন, জুয়েল খন্দকার, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদল সদস্য আব্দুল মান্নান, সদস্য সাজ্জাদ ইউসুফ, ৯নং ওয়ার্ড ছাত্রদলের ছানোয়ার হোসাইন, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মেদ রাহাত, ৯নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তামিম রহমান, ৮নং ওয়ার্ডের যুগ্ন সম্পাদক আরিফুল ইসলাম তারেক, সাবেক ছাত্রদল নেতা হোসেনুর ইমাম রোমার, ছাত্রদল নেতা ফেরদৌস আলী মন্ডল, সাবেক ছাত্রনেতা শামীম সরকার, শাহীন প্রধান, মোমিন, তৌফিক সরকার, রাজ, আবু হেনা প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭