ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধায় স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে ইউপি চেয়ারম্যানদের বিক্ষোভ মিছিল


অক্টোবর ১৬, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

সাগর আহম্মেদ:    স্থানীয় সরকার উপদেষ্টার বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণের অপসারণ ও বাতিলের বক্তব্যের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে জেলার ৮১টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত আসনের নারী সদস্য এবং শতশত জনসাধারণ ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় খোলাহাটী ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানি, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খুশু,রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ,সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ অনেকেই বক্তব্য রাখেন।
বক্তব্যরা বলেন, স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনের ডাক দিবো।

মানববন্ধন শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বর্পূণ সড়ক প্রদিক্ষণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।