ভোরের খবর ডেস্ক: গণভবন জাদুঘরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃশাসনের স্মৃতি ও জনগণের ক্ষোভ সংরক্ষণ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার গণভবন পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।
এ সময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি হিসেবে গণভবনকে দ্রুত জাদুঘর হিসেবে নির্মাণের জন্য নির্দেশনা দেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘জাদুঘরে শেখ হাসিনার দুঃশাসনের স্মৃতি এবং তাকে ক্ষমতা থেকে উৎখাত করার সময় জনগণ যে ক্ষোভ প্রকাশ করেছিল তা সংরক্ষণ করা উচিত।’
তিনি বলেন, ‘গণভবন জাদুঘরে আয়নাঘরের রেপ্লিকা নির্মাণ করা উচিত, যেখানে (আয়নাঘর) হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো গোপনে শতশত ভিন্নমতের ও বিরোধী নেতাকর্মীদের আটকে রাখত।’ (গণভবন জাদুঘর) পরিদর্শনে যারা আসবে, আয়নাঘর তাদের গোপন বন্দিশালার নির্যাতনের কথা মনে করিয়ে দেবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরপর লাখো জনতা গণভবনে হামলা চালায়। বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করে গ্রাফিতি এঁকে দেয়।পরিদর্শনকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।